September 8, 2024

কারিগরি শিক্ষা গড়ে, বেকার মুক্ত দেশ, আমাদের-ই বাংলাদেশ!

The Government of the People's Republic of Bangladesh is Approved, Ministry of Health and Family Welfare and Recognized by the High Court. Gov. Regi No-13094.

ABOUT US

About Bangladesh Alternative Medical Board

যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় সোসাইটির সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে আলাদা বাংলাদেশ অল্টারনেটিভ মেডিকেল বোর্ড করার আবেদন করলে, গত 12 নভেম্বর 2014 তারিখ স্মারক নং 03.0700100.0242012-230 সাময়িক ভাবে বোর্ড / কাউন্সিল  গঠন করার অনুমতি প্রদান করেন ।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্মারক নং জনস্বাস্থ্য 1/ইউ আ- 2/2013/76 তারিখ 19 মার্চ 2014 এর অনুমোদন। এবং বিএমডিসি এন ও সি স্মারক নং 1382 তারিখ 01 এপ্রিল 2014 বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এবং বাংলাদেশ ইউনানী ওআয়ুর্বেদিক বোর্ড এর মতামত /এন ও সি স্মারক নং বি ইউ এ/দেঃ,চি,উঃ/125(অংশ)2010/1144 তারিখ :21 এপ্রিল 2014 এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ (বিশেষ মুল বিচার) রিট পিটিশন নং 10266/2011 রিট পিটিশন নং 12854/2016 এর সর্ব শেষ 30-01-2018ইং তারিখের আদেশ বলে সোসাইটি অ্যাক্ট -এস-13094 হাসিনা অল্টারনেটিভ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (এইচ এ এম এ) ট্রেনিং ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের জুরি বোর্ড এর সিদ্ধান্ত মতে উক্ত বোর্ড গঠন করা হয়। যা সম্পূর্ণ বে-সরকারি ভাবে ফাউন্ডেশন এর পরিচালনায় পরিচালিত হবে। তবে এর লক্ষ্য ও উদ্দেশ্য হবে শিক্ষিত বেকারদের ফাউন্ডেশনের সদস্য করে, বাংলাদেশে চিকিৎসা শিক্ষা, আর্ত-মানবতার সেবায়, ক্ষুধা/দারিদ্রতা দূর করতে কারিগরি শিক্ষার মান উন্নয়নে ও বেকার মুক্ত উন্নত দেশ গড়তে আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পেশা-ভিত্তিক প্রশিক্ষণ /বিকল্প চিকিৎসা ব্যবস্থা অল্টারনেটিভ সিস্টেম অফ মেডিসিন এর অধীনে মেডিকেল সহকারী, এ্যালোপ্যথি, হোমিওপ্যাথি, ইউনানী, আয়ুবেদিক পেশা ভিত্তিক প্রশিক্ষণে নিয়োজিত, একটি -সমাজ কল্যাণমুখী, অরাজনৈতিক, অ-লাভজনক, দাতব্য বে-সরকারি সোসাইটি । এবং উক্ত ফাউন্ডেশনের কোর্সকৃত সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে কোন প্রকার ভ্রাম্যমাণ আদালত ও আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক কোন ধরনের হয়রানি না, করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শাখার -2/অভিযোগ স্মারক নং 02/2008/350 তারিখ:29.08.2019 মোহাম্মদ আবু সাঈদ মোল্লা, সহকারী সচিব এর স্বাক্ষরিত পত্রে নির্দেশক্রমে আদেশ জারী করা হয় ।

এবং উক্ত বোর্ড গঠন হয়েছে মর্মে মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর কার্যালয়,মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে অবহিত করণ পত্র প্রদান করা হয় গত 30.09.2019ইং তারিখ ।

যা সদয় অবগতিও কার্যাথে অনুলিপি প্রেরণ করা হয়।

1)মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

2)সচিব,(স্বাস্থ্য ও শিক্ষা )স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

3) মহা-পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর,মহাখালী,ঢাকা ।

4) মহা-পুলিশ পরিদর্শক,পুলিশ হেডকোয়াটার, ঢাকা।

5) রেজিস্টার, বিএমডিসি, বিজয় নগর, ঢাকা।

6) রেজিস্টার, বাংলাদেশ হোমিওপ্যাথি বোড ,ক্ষিলখেত ,ঢাকা 7) রেজিস্টার, বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ড, ফার্মগেট, ঢাকা

8) পরিচালক ,অল্টারনেটিভ মেডিকেল কেয়ার /হোমিও দেশজ চিকিৎসা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর,মহাখালী,ঢাকা -1212 ও সকল জেলা প্রশাসক কে অবহিত করণ পত্র প্রদান করা হয় ।

এবং নিয়মিত ফাউন্ডেশন এর নীতিমালা মেনে শাখা/প্রশিক্ষণ ইনস্টিটিউট সমুহে সল্প/দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ ও দাতব্য হাসপাতালে 10/- টাকায় ঔষধ সহ আত পীড়িত মানুষদের স্বাস্থ্য সেবা প্রদান করছে।

60

Happy Clients

6

Our Courses

30

Our Teams

200

Success Students

Mission

হাসিনা অল্টারনেটিভ মেডিকেল ট্রেনিং ফাউন্ডেশন এর উদ্দেশ্য হলো বাংলাদেশের সকল মানুষের খুদা ও দারিদ্র দূর করতে, কারিগরি শিক্ষার মান উন্নয়নে শিক্ষিত বেকারদের ফাউন্ডেশনের সদস্য করে আত্মকর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে বিকল্প চিককিৎসা অল্টারনেটিভ সিস্টেম অফ মেডিসিন এর অধীনে (হোমিওপ্যাথিক,ইউনী,আয়ুর্বেদ, এ্যালোপ্যথি) মেডিকেল সহকারী সহ বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণে নিয়োজিত একটি কল্যাণমুখী, অরাজনৈতিক, অলাভজনক, দাতব্য বে-সরকারী সোসাইটি !

* বেকারত্বের দীর্ঘ লাইনে দাড়িয়ে আর হতাশ নয় !  ফাউন্ডেশনের সদস্য হয়ে আপনি বেছেনিন – পছন্দের পেশা ও প্রশিক্ষণ ! হবে নিশ্চিত সম্মান জনক আত্ম কর্ম সংস্থান।

Vision

জাতীয় পর্যায়ব বে-সরকারি উদ্যোগে সকল প্রকার কারিগরি প্রশিক্ষণ প্রদান করে। বেকার মুক্ত দেশ গড়া এবং সকল সুযোগ সুবিধা সমৃদ্ধ বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়তে দেশের প্রতিটি উপজেলা পর্যায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (প্রতিষ্ঠান) সৃষ্টি করে শিক্ষিত বেকারদের প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৌরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং সবার জন্য নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে, ভ্রাম্যমান মেডিকেল টিমের মাধ্যমে দুস্থ, অসহায়, গরীব,আর্ত পীড়িত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা। পেশা ভিত্তিক দক্ষতা বৃদ্ধি করন প্রশিক্ষণ, নারী জাগরণ, সমাজ সচেতন করা। ফাউন্ডেশনের সদস্যদের স্বাস্থ্য বীমা ও জীবন বীমা প্রদান করে বাংলাদেশকে 2041 সালের মধ্য নিরাপদ, উন্নত রাষ্ট্রে পরিণত করা।

Career Counselling

Why choose us?

Qualified Teachers

সেইফ হেল্থ সম্পর্কে বাংলাদেশের প্রতিটি পরিবার বেকার মুক্ত উন্নত জীবন গড়তে সবচাইতে বড় ব্যায় স্বাস্থ্য ও আর্থিক ঝুকিতে সুরক্ষিত থাকবে, সেইফ হেল্থ এমনটাই বিশ্বাস করে। সেইফ হেল্থ উন্নয়নশীল দেশগুলোতে কারিগরি অল্টারনেটিভ মেডিকেল প্রশিক্ষণ,প্রযুক্তি সক্ষম স্বাস্থ্য ও ইন্স্যুরেন্স সেবা প্রদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। আমরা বিগত 5 বছরে প্রশিক্ষণও প্রযুক্তি ব্যবহার করে সহজ ও সাশ্রয়ী ডিজিটাল ইন্স্যুরেন্স ও স্বাস্থ্যসেবা দেশ জুড়ে লাখ লাখ মানুষের কাছে পৌছে দিয়েছি। সাধারণ মানুষ যেন খুব সহজেই উপকৃত হতে পারে সেভাবেই সেইফ হেল্থ সার্ভিসগুলো সাজানো হয়েছে। বাংলাদেশে হঠাৎ করে কোভিডের উর্ধগতি সংক্রমণের জন্য সেইফ হেল্থ একটি স্বয়ংসম্পূর্ণ কোভিড সুরক্ষা প্রোডাক্ট চালু করে। সেইফ হেল্থ কোভিড কেয়ার নামক এই কারিগরি অল্টারনেটিভ মেডিকেল প্রশিক্ষণের মাধ্যমে গ্রাহক এই মহামারী চলাকালীন সময়ে বাসায় বসেই টেলি-অল্টারনেটিভ ডাক্তারের পরামর্শ সেবা ও আর্থিক সুরক্ষা পাচ্ছেন। সেইফ হেল্থ , হাসিনা অল্টারনেটিভ মেডিকেল ট্রেনিং ফাউন্ডেশন পরিচালিত এবং বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ও অনুমোদিত একটি প্রতিষ্ঠান। (দেশ ব্যাপী স্বাস্থ্য বীমার পরিচিতি), সেইফ হেল্থ প্রক্ল্প, ও প্রযুক্তি ব্যবহার করে উন্নয়নশীল দেশগড়তে অনগ্রসর জনগোষ্ঠীকে সাশ্রয়ী ইন্স্যুরেন্স ও স্বাস্থ্যসেবা প্রদান করে। ২০২0 গ্রাহকদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে সেইফ হেলথকে আরও সমৃদ্ধ করা হয়।পার্টনারশীপ চুক্তি করে, নতুন করে ঔষধ সেবা, ডাক্তার ভিজিট ও ডায়াগনস্টিক টেস্টের জন্য বহির্বিভাগ খরচে ক্যাশব্যাক অন্তর্ভুক্ত করা হয়। এর আওতায় গ্রাহক ১৫০ টির বেশি হাসপাতাল ও ল্যাব এ মেডিকেল টেস্টে ডিসকাউন্ট পান। দায়িত্ববোধ গ্রাহকদের প্রতিশ্রুতি পূরণে আমাদের সকল কর্মচারী দায়িত্বশীল। সেইফ হেল্থকে একটি অনন্য ব্যবসায়ীক প্রতিষ্ঠান করার জন্য যারা উদ্যোগ নেন, বিশ্লেষণ করে নতুন নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেন এবং নিজেদের বিকল্প কিারিগরি প্রশিক্ষণ নিয়ে আত্মকর্ম সংস্থান নিয়ে কাজের বাইরে গিয়েও চিন্তা করেন তাদেরকে সেইফ হেল্থ স্বীকৃতি দেয় ও পুরস্কৃত করে। মূল্যবোধ ও সমতা আমরা আমাদের মূল্যবোধগুলো বজায় রেখে চলি। এই মূল্যবোধ গুলোই সেইফ হেল্থ শিক্ষিত বেকারদের অল্টারনেটিভ মেডিকেল প্রশিক্ষণ দিয়ে নিজেক বেকার মুক্ত করে গড়ে তুলতে100%র্কাযকর অন্যরকম, সফল এবং এমন একটি স্থান যেখানে আমরা সবাই কাজ করতে ভালবাসি। সম্মান প্রদর্শন ও অর্জন আমরা একে অন্যের ভাবনা ও গ্রাহকদের মতামতকে যথাযথভাবে বিবেচনা করি। আমরা সবার থেকে ভিন্ন কারণ আমরা বৈচিত্র্যতা আনার চেষ্টা করি এবং অন্যের মতামতের প্রতি সংবেদনশীল। অনন্য সংস্কৃতি সেইফ হেল্থ একদল প্রতিভাবান, বুদ্ধিমান ও দুঃসাহসিক ব্যক্তিদের সমন্বয়। সকল বাধার বিপরীতে কঠোর পরিশ্রম প্রশিক্ষণ ও দৃঢ অঙ্গীকারই সেইফ হেল্থ প্রকল্পের সাফল্যের মূলমন্ত্র। আমরা উন্মুক্ত মনের অধিকারী আর নতুন নতুন সংস্কৃতিতে নিজেদের খুজে পেতে চাই। স্টার্ট আপ ব্যবসার মত উদ্যমী হলেও আমাদের পরিপূর্ণতা ও প্রত্যয় আমাদের এনে দেয় শীর্ষস্থানীয় জনপ্রিয়তা। আপনার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত স্বাস্থ্যপ্ল্যানের পরামর্শঃ দেশকে বেকার মুক্ত, অনিয়ন্ত্রিত স্বাস্থ্য খরচের ঝামেলা থেকে মুক্ত হোন। সেইফ হেল্থকে আমরা আপনার জন্য মান সম্মত প্রশিক্ষণ,ঔষধ, ইন্স্যুরেন্স ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করি । আমাদের স্বাস্থ সহকারী দিয়ে সবার জন্য নিড়াপদ স্বাস্থ্যসেবা যার মধ্যে জীবনবীমা, স্বাস্থ্যবীমা ও সরসরি হেল্থ অফিসার এর মাধ্যমে স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত।.

Lifetime Support

For any live project get our experts’ guideline and maintain it in international standard.

24/7 Online Support

24/7 Online Support- We always listen to our students. Any time they are in a problem, our team is always online for providing support to them.

Class Video

Get the recorded lectures and class practical as video. It will create a good storage of materials for future.